রাঙ্গামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবীতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

1143

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি : রাঙ্গামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটি মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
বুধবার সকালে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ক্যাম্পাসের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অর্ণব ঘোষের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মেডিকেল কলেজ ছাত্রলীগের আহবায়ক ¯েœহাশীর্ষ চক্রবর্তী।

বিক্ষোভ সমাবেশে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বলেন, রাঙ্গামাটি মেডিকেল কলেজের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। তিনি প্রায় সময় এসব বিষয়ে খোঁজখবর নিয়ে থাকেন। কিন্তু তারপরেও কেন মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ অন্যান্য কাজে ধীরগতি তা প্রশ্ন রাখতে চাই।

নেতৃবৃন্দ বলেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ দ্রুততার সাথে করার জন্য সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা থাকলে ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের ধীরগতিতে আমরা শিক্ষার্থীরা অনেকটাই হতাশ।

তাই অচিরেই রাঙ্গামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু না করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী দেয়া হবে বলে হুশিয়ারী প্রদান করে শিক্ষার্থীরা।