নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : সম্প্রতি গত ২০সেপ্টেম্বর রাঙ্গামাটি জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিনকে নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ রাঙ্গামাটির স্থানীয় পত্রিকা, অনলাইন নিউজ পোর্টালে তাকে নিয়ে যে রিপোর্ট প্রচার বা প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ নেতা মোঃ জমির উদ্দিন।
তিনি বলেন, আওয়ামীলীগের দু:সময়ের কর্মী হিসেবে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে ও থাকব, মিডিয়ায় আমাকে নিয়ে বিভ্রান্তিকর রিপোর্ট হয়েছে , ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পরে ও পার্বত্য চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে, সাম্প্রদায়িক সম্প্রীতির নীতির প্রতি অবিচল থেকে অদ্যাবদি পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের অবিসংবাদিত নেতা সাবেক প্রতিমন্ত্রী , পাহাড়ী বাঙ্গালীর ঐক্যের প্রতিক জননেতা দীপংকর তালুকদার এমপির নেতৃত্বে আওয়ামী রাজনীতি করে যাচ্ছি, দলের চরম দু:সময় থেকে এখনো পর্যন্ত নীতি আদর্শের প্রতি শ্রদ্ধা রেখেই কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, দলের নীতির প্রশ্নে কখনোই আপোশ করিনি, দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালনকালীন সময়ে কখনো কারো ক্ষতি করিনি। কিন্তু তারপরেও আমাকে নিয়ে সংবাদ মাধ্যমে এমন রির্পোট আসা সত্যিই অনেক দু:খজনক।
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন আরো বলেন, গত ২০ সেপ্টেম্বর ২০১৯ ওই দিন আমি কোন প্রকার অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত ছিলাম না। ব্যবসায়িক কাজে সেদিন আমি ট্রাইবেল আদাম গিয়ে ব্রাদার্স ক্লাবে যাই, এময় আমি কোন রকম তাস বা জুয়া খেলার সাথে জড়িত ছিলাম না।
সে সময় হঠাৎ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব দাশ হোম তার সঙ্গীয় ফোর্স নিয়ে ক্লাবে প্রবেশ করে এবং উপস্থিত ব্যক্তিদের ১শ’টাকা করে জরিমানা করেন। সেখানে আমি দলীয় কোন পরিচয় না দিয়ে মানসম্মানের দিকে তাকিয়ে চুপ থাকি, কিন্তু পরে দেখতে পাই উল্লেখিত স্থানে আরো অনেককে জরিমানা করা হলে ও শুধু আমার নাম জড়িয়ে বিভিন্ন মিডিয়ায় রিপোর্ট করা হয় যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত বলে আমি মনে করি।
তিনি অভিযোগ করে বলেন, ওই দিনের ঘটনায় প্রথমে আমার নাম ও আমার পদ পদবী ব্যবহার করে, বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রিক মিডিয়াতে আমার কোন বক্তব্য ছাড়াই সংবাদ প্রকাশ করা হয়েছে। যা ঠিক হয়নি। কিছু অসৎ মানুষের ইন্দনে এসব রিপোর্ট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
উল্লেখ্য যে, মো: জমির উদ্দিন ১৯৮১ সাল থেকে চট্টগ্রামের পশ্চিম পটিয়া এ জে চৌধুরী কলেজে ছাত্রলীগ করে তার রাজনীতি শুরু করেন। তিনি ১৯৮৫ সালে যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে যুবলীগের রাজনীতিতে প্রবেশ করেন , এর পরে রাঙ্গামাটি জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তারপর জেলা যুবলীগের আহবায়কের দায়িত্ব পালনের পর ২০০৪ হতে ২০১২ সাল পর্যন্ত জেলা যুবলীগের সভাপতি দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে ও দায়িত্ব পালন করেন। এর মধ্যে তিনি ১৯৯৯ হতে ২০০৪ পর্যন্ত রাঙ্গামাটি পৌরসভার ৭ নং ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন।এরপর পৌরপরিষদের প্রত্যক্ষভোটে তিনি ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। কমিশনারের দায়িত্ব পালনের পাশাপাশি পৌরসভার চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ও দায়িত্ব পালন করেন।
এছাড়া ২০০১ সালে আওয়ামীলীগের চরম দু:সময়ে তিনি দলের গুরুত্বপুর্ন দায়িত্ব পালন করেন বলে জানান স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীসহ এলাকাবাসী।