রাঙামাটিতে যুব রেড ক্রিসেন্টের চার দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত

593

নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের চার দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

যুব রেড ক্রিসেন্ট, সহশিক্ষা কার্যক্রমের আওতায় চারদিন ব্যাপী(২১/০৯/২০১৯ ইং হতে ২৪/০৯/২০১৯ইং) ব্যাপী রেড ক্রস/ রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের আয়োজন করে রাঙ্গামাটি সরকারি কলেজ ইউনিট।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি সরকারি কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত প্রভাষক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানীত ইউনিট সেক্রেটারী মাহফুজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , যুব রেড ক্রিসেন্ট এর রাঙ্গামাটি জেলা ইউনিটের সিনিয়র যুব সদস্য রাসেল বনিক সহ উপ যুবপ্রধান-২ মুমতাহেনা চৌধুরী।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি সরকারি কলেজ ইউনিটকে প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে তোলা হবে যাতে করে রেড ক্রিসেন্ট কার্যক্রম সকলের মাঝে ছড়িয়ে পড়ে।

এই প্রশিক্ষনকে বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। এছাড়াও যুব সমাজে এসব কাজের অবদান অনেক। মাদকাসক্ত না হয়ে এসব স্বেচ্ছামূলকসেবায় এগিয়ে আসার কথা বলেন তিনার বক্তব্যে।

বক্তরা আরো বলেন, যুব রেড ক্রিসেন্টকে সবসময় প্রস্তুত থাকতে হবে যেকোন দূর্যোগে এগিয়ে গিয়ে সরকারের সহযোগী সংগঠন হিসাবে প্রশাসনের সহিত কাজ করার জন্য। অত্র কলেজে সকল প্রশাসনিক কাজকর্ম-সহ সকল অনুষ্ঠানে যুবদের এপ্রোন পরিহিত অবস্থায় আইনশৃঙ্খলা এবং শিক্ষনীয় সকল কিছুকে কাজে লাগাতে বলেন।

যুব রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি জেলায় বর্তমানে সাতটি উপজেলায় অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে এবং দূর্যোগে ক্ষয়-ক্ষতি কমাতে প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবক তৈরী করা হচ্ছে। অত্র প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের জন্য প্রশিক্ষণ আয়োজনের জন্য রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট ইউনিটকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমার অত্র প্রতিষ্ঠানের যুব স্বেচ্ছাসেবকরা যাতে উক্ত প্রশিক্ষণটি তাঁদের ব্যক্তিগত ও সমাজের মানুষের জন্য কাজে লাগাই সেই আশাবাদ ব্যক্ত করছি। প্রশিক্ষণ শেষে প্রাথমিক চিকিৎসার মহড়াও আয়োজন করা হয়।

চারদিন ব্যাপী এই প্রশিক্ষণে রাঙ্গামাটি সরকারি কলেজের যুব রেড ক্রিসেন্টের ২৩জন যুব সদস্য অংশগ্রহণ করেন এবং যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি জেলা ইউনিটের ০৪জন প্রশিক্ষক ও ০২ যুব স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে। যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি জেলা ইউনিটের যুব প্রধান রানা দে জানান যে, সহশিক্ষা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত রাঙ্গামাটি জেলার ৪৬টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

উক্ত বছরের মধ্যে ৫০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে যুব রেড ক্রিসেন্ট রাঙামাটি জেলা ইউনিটের। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট এবং পুরস্কার বিতরণ করা হয়।