নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : বিভিন্ন সমস্যা থাকার সত্তে¡ ও রাঙ্গামাটিতে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে বর্তমান সরকার যেভাবে কাজ করে যাচ্ছে তা অতীতে কোন সরকারই করেনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় রাঙ্গামাটিসহ পার্বত্য চট্টগ্রামে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। একমাত্র প্রধানমন্ত্রীর আন্তরিকতারর কারণে রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়সহ বিভিন্ন উপজেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, শিক্ষাক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন ও পরিবর্তন বর্তমান আওয়ামীলীগ সরকারেরই অবদান।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে জেলার মাধ্যমিক, মাদ্রাসা, ও কলেজ স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোর চালু করতে জেলা পরিষদের আর্থিক অনুদান এবং জেনারেশন ব্রেক-থ্রু প্রকল্পের আওতায় মাধ্যমিক ও দাখিল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার (পরিকল্পনা ও উন্নয়ন) উপ-পরিচালক আনিকা রাইসা চৌধুরী, জেনারেশন ব্রেক-থ্রু প্রকল্প পর্যায়-২ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক দিল আফরোজা বিনতে আছির, জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা।
দীপংকর তালুকদার এমপি আরো বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডকে থামিয়ে দিতে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলেও এলাকার মানুষের আকাঙ্খার ভিত্তিতে উন্নয়ন কর্মকান্ড চলমান থাকবে। তিনি স্কুলের শিক্ষকদের সঠিক সময়ে স্কুলে উপস্থিত থেকে কোমলমতি শিশু কিশোরদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার আহবান জানান।
পরে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যায়নরত কিশোরীদের স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কিশোরী কর্ণারের জন্য শিক্ষা অধিদপ্তর হতে রাঙ্গামাটির ৫০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে ল্যাপটপ ও সততা ষ্টোর চালুর জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ হতে প্রতিটি স্কুলে ১৫ হাজার টাকা করে মোট ৯০টি স্কুলে ১৩লক্ষ ৫০হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।