রাঙ্গামাটিতে জেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত

394

নিজস্ব প্রতিবেদক: আইনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। কারাগার থেকে বেগম খালেদা জিয়াকে মুক্ত হলে বর্তমান সরকারের বিরুদ্ধে রাজপথে বিএনপি নেতাকর্মীদের দূর্বার গণ আন্দোলন শুরু করতে হবে।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বর্ধিত সভায় বিএনপি’র কেন্দ্রেীয় নেতা মাহবুবের রহমান শামীম এ কথা বলেন।

রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহ সম্পাদক দীপন দেওয়ান, চট্টগ্রামের সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, রাঙ্গামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দীপন তালুকদার, বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আবু নাসির প্রমুখ।

সময় বক্তারা বলেন, আমাদের নতুন করে হারানোর কিছু নেই। সবকিছুই আমরা হারিয়ে ফেলেছি। নতুন করে আমাদেরকে সংগঠিত হতে হবে। নতুন করে সংগঠিত হয়ে আমাদের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তীব্র আন্দোলন করে জেল থেকে মুক্ত করে নিয়ে আসতে হবে।

এর আগে বিএনপি’র রাঙ্গামাটি জেলা কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে বর্ধিত সভার সুচনা করা হয়। বর্ধিত সভায় রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলার বিএনপি’র প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।