চার লেনে উন্নিত হচ্ছে হাটহাজারী – খাগড়াছড়ি সড়ক

528

খাগড়াছড়ি প্রতিনিধি : হাটহাজারী থেকে খাগড়াছড়ি পর্যন্ত ৩২ দশমিক ৫০ মিলোমিটার সড়কটি চার লেনে উন্নীত করা হচ্ছে। আগামী ২১ সেপ্টেম্বর শনিবার হাটহাজারী বাস স্টেশনে সংসদ সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ আনুষ্ঠানিক ভাবে সড়কের সম্প্রসারণ কাজের উদ্বোধন করবেন বলে জানা গেছে। হাটহাজারী থেকে খাগড়াছড়ি পর্যন্ত ৩২ দশমিক ৫০ মিলোমিটার সড়কটি চার লেনে সম্প্রসারণ করতে ৩৯৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ জানান, দুই বছর মেয়াদী প্রকল্পের আওতায় এ কাজ সম্পন্ন করা হবে। এই সড়কের কাজ সম্পন্ন হলে একদিকে যেমন যাত্রীদের হয়রানি ও ভাগান্তি দূর হবে, তেমনী দূর্ঘটনা হ্রাস পাবে। পাশাপাশি হাটহাজারী যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চট্টগ্রাম সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সুত্র জানান , হাটহাজারী সদর থেকে ফটিকছড়ির হেয়াকো-মানিকছড়ি-মাটিরাঙ্গা হয়ে খাগড়াছড়ি পর্যন্ত ৩২ দশমিক ৫০ কিলোমিটার সরু সড়কটি চারলেনে উন্নিত করা হবে।

বর্তমানে যে সড়কটি আছে তার চেয়ে এই সড়কটি দ্বিগুন করা হবে। ১৮ ফুট প্রস্থের সড়কটিকে ৩৪ ফুটে উন্নিত করা হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ। ইর্স্টান বাংলাদেশ ব্রিজ ইমপ্রæভমেন্ট প্রজেক্ট (ইবিবিআইপি) এর আওতায় শুরু হচ্ছে এই কাজ।

এ প্রকল্প সম্পন্ন হলে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এ তিনটি জেলার যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন আসবে। বিশেষ করে ঢাকা-খাগড়াছড়ি যাতায়াতে সময়ের সাশ্রয় ও ভোগান্তি কমে আসবে।

এতে হাটহাজারীতে কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্টান গড়ে উঠার পাশাপাশি পন্য পরিবহনও সহজ হবে। অন্যদিকে খাগড়াছড়ি পর্যন্ত খাতে নতুন গতি ফিরে আসবে বলে জানান সওজের প্রকৌশলী জুলফিকার আহমেদ।