জনগনের কল্যাণের শপথ নিয়েই দায়িত্ব নিয়েছি – বিদেশ সফরের প্রাক্কালে মেয়র আকবর হোসেন চৌধুরী

1307

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে যাচ্ছেন রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। মেয়র জানান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সারা বাংলাদেশের ২১টি পৌরসভা ২১জন মেয়রসহ অন্যান্য প্রতিনিধিরা এ রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় কাজে থ্যাইল্যান্ড ও দক্ষিণ কুরিয়ায় সফর করবেন বিদেশ সফররত এ প্রতিনিধিদল। গুরুত্বপুর্ন রাষ্ট্রীয় সফর উপলক্ষে বুধবার বিকেলে রাঙ্গামাটি ত্যাগ করেন পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী।

রাষ্ট্রীয় সফর নিয়ে জানতে চাইলে রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলার নির্ধারিত পৌর মেয়রসহ একটি প্রতিনিধিদল থ্যাইল্যান্ড ও দক্ষিণ কুরিয়ায় সফর করবেন। বিষয়টি আমার কাছে অত্যন্ত গুরুত্বপুর্ণ, এ দুটি দেশে সফরের মাধ্যমে জনকল্যাণের বিষয়ে যেসব কার্যক্রম অবগত হব তা এখানে এসে প্রয়োগের চেষ্টা করব। কারণ জনগনের কল্যাণ করার শপথ নিয়েই আমি পৌরসভা মেয়রের দায়িত্ব নিয়েছি।

মেয়র আকবর হোসেন চৌধুরী আরো বলেন, জনগন দায়িত্ব দেয়ার পর রাঙ্গামাটিবাসীর সুখে দু:খে পাশে থাকার চেষ্টা করেছি, এখনো করছি ভবিষ্যতে ও করব। জনগনকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বেশীরভাগ ওয়াদাই পালন করেছেন বলে মন্তব্য করে মেয়র বলেন, এখনো যে সব কাজ বা ওয়াদা এখানো পূরণ করা হয়নি তা দায়িত্ব পালনকালীন সময়ের মধ্যে সম্পন্ন করবেন বলে জানান পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে যাওয়ায় তিনি দলমত নির্বিশেষে রাঙ্গামাটিবাসীর কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেন ।