লংগদু প্রতিনিধি : রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজার ঢাকাইয়াটিলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন লংগদু সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাইনীমুখ বাজার ঢাকাইয়াটিলা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকায় পরিদর্শনকালে তিনি বলেন, সচেতনতার মাধ্যমে অগ্নিকান্ডসহ সকল প্রকার দূর্ঘটনা রোধে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, পার্বত্য এলাকার ভৌগলিক অবস্থানগত কারনে এখানে অনেক সময় অগ্নিকান্ডসহ বিভিন্ন প্রকার দূর্ঘটনাস্থলে যাওয়া অনেকটাই অসম্ভব হয়ে যায় বা যেতে অনেক সময় লাগে। তাই এসব বিষয়গুলো বিবেচনায় রেখে সকল প্রকার দূর্ঘটনা রোধে সকলকে সচেতন হতে হবে।
তিনি আরো বলেন, অগ্নি কান্ডের সময় যোগাযোগ ব্যবস্থার অভাবে এই এলাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। যার ফলে সকলেই ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই স্থায়ী বা অস্থায়ী স্থাপনা করার আগে জনসার্থ বিষয়কে সর্বাগ্নে গুরুত্ব দিতে হবে। ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল করার মত রাস্তা রেখে ভবিষ্যতে এসব এলাকায় বাড়ি ঘর নির্মাণ করার জন্য সকলের প্রতি আহবান জানান জোন কমান্ডার।
এসময় জোনের উপ-অধিনায়ক মেজর তানবির, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, লংগদু থানার তদন্ত ওসি মোঃ মহিউল, মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ কামাল পাশা, হোসেন আলী মেম্বার সহ গন্যমান্য ব্যাক্তিগন এসময় উপস্থিত ছিলেন।