প্রকাশ্যে ধুমপান করায় রাঙ্গামাটিতে ৬জনকে জরিমানা

1932

নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ডিসি অফিস ক্যান্টিনের সামনে প্রকাশ্যে ধুমপান করার দায়ে ৬ ব্যক্তিকে আর্থিক জরিমানা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রল্লব হোম দাশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের ক্যান্টিন এর সামনে প্রকাশ্যে ধুমপান করতে দেখে তাদের ৬ ব্যক্তিকে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ বলেন, প্রকাশ্যে ধুমপান করার দায়ে ৫জনকে ১শ’টাকা করে ও একজনকে ৫০টাকা জরিমানা করা হয়েছে। মাদক জাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৪ ধারায় ৫জনকে ১শ’ টাকা করে এবং অন্যজনকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার মোঃ নজরুল ইসলাম জানান, যাদের আর্থিক জরিমানা করা হয়েছে তারা হলেন, নুর ইসলাম (৬০) কাপ্তাই, জিন্দাধন তঞ্চঙ্গা(৩৮) রাইখালী কাপ্তাই, ওসমান আলী (৫০) কাপ্তাই, অংসাবহি মারমা (৬০) রাইখালী কাপ্তাই, ¯েœহকুমার চাকমা (৮০) বাঘাইছড়ি ও স্মৃতি রঞ্জন চাকমা (৭১) বাঘাইছড়ি উপজেলা।