খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২০শে সেপ্টেম্বর এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে ও অনির্বায্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা স্মারক নং-৩৮১,৪৬০০,০০০,১১,০০১,১৯-১৩৭০/৪০ তারিখ: ১৬/০৯/২০১৯ তারিখে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগে শিক্ষা অফিসের কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াছমিন স্বাক্ষরিত এক প্রেসনোটে এ নিয়োগ পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।
স্থগিতকৃত লিখিত পরিক্ষার তােিখ যথা সময়ে পত্রিকায় বিজ্ঞাপ্তির মাধ্যমে জানানো হবে বলে প্রেসনোটে উল্লেখ করা হয়। তবে কি কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে তা জানা যায়নি।