খাগড়াছড়ি প্রতিনিধি : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব সোলায়মান আলম শেঠ বলেছেন, জাতীয় পার্টি ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। কারণ বিএনপির এখন মাঠে নেই। সুসংগঠিত জাতীয় পার্টি আগামীতে সরকার গঠন করবে প্রত্যাশা করেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে খাগডাছড়ি জেলা শিল্পকলা হলরুমে জেলা জাতীয় মহিলা পার্টির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান আলম শেঠ এসব কথা বলেন।
খাগড়াছড়ি জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি সর্বরী দে’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগডাছড়ি জেলা জাপার আহবায়ক অমৃত লাল ত্রিপুরা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খাগড়াছড়ির সদস্য সচিব ইঞ্জি: মো: খোরশেদ আলম, চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক আফসার উদ্দিন রনি, খাগড়াছড়ি জেলা কমিটির যুগ্ম আহবায়ক মনিন্দ্র লাল ত্রিপুরা, ফিরোজ আহম্মদ প্রমূখ। অনুষ্ঠানে জাতীয় পার্টির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা ও উপস্থিত ছিলেন।
এ সময় তিনি আরো বলেন, জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক শক্তিশালী। কারণ তিনি ছিলেন জাতীয় পার্টির কর্ণধার, তিনিই পার্টির প্রেরণা। এ প্রেরণাকে বুকে ধারন করে দলকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের তিনি আহবান জানান।