নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলা যুবলীগ সহ-সভাপতি মো: শহীদুল আলম স্বপন, যুবলীগ নেতা মনির ও মোকারমের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সাবেক জেলা যুগ্ম জজ ও বিএনপি নেতা এ্যাড.দীপেন দেওয়ান। শনিবার সকালে তার কলেজ গেইটস্থ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি বলেন, সাবেক যুগ্ম জেলা জর্জ হিসেবে এবিষয়ে সুবিচার পাওয়াসহ দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি আবারো আওয়ামীলীগের সিনিয়র নেতা ও প্রশাসনকে বিষয়টি অবগত করব। যদি এবিষয়ে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে কোনরকম ব্যবস্থা নেয়া না হয় তাহলে আগামী ১৭ সেপ্টেম্বর সুবিচার পাওয়ার দাবীতে কলেজগেইট এলাকায় সড়ক অবরোধ কর্মসূচী পালন করা হবে।
সংবাদ সম্মেলনে এ্যাড.দীপেন দেওয়ান বলেন, তাহাদের পৈত্রিক জমি নিয়ে মহামান্য হাইকোর্টে মামলা চলমান থাকার পরে ও সেখানে মো:আবু ইসহাক ইব্রাহিমের সহায়তায় জোর পূর্বক রাতের অন্ধকারে জমি দখল করে সেখানে টিনসেড দোকান নির্মান করেছে স্থানীয় যুবলীগ নেতা শহীদুল আলম স্বপনের নেতৃত্বে একটি গ্রুপ। তিনি বলেন, তাহার পৈত্রিক সম্পত্তি দখলের সংবাদ শুনে সেখানে গিয়ে দখলদারদের নিষেধ করলে ও তারা জোর পূর্বক সেখানে দোকান ঘর নির্মান কাজ অব্যাহত রাখে এবং তাকে প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করেন।
তিনি বলেন, একসময় আমি বিচার কাজের দায়িত্ব পালন করেছি। আমার দু:খ লাগে আইনের নির্দেশনা থাকার পরে ও প্রভাব খাটিয়ে কিভাবে তারা দিনেদূপুরে এ অন্যায় কাজ চালিয়ে যাচ্ছে অথচ প্রশাসন নিরব। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
দীপেন দেওয়ান বলেন, বিষয়টি নিয়ে তিনি ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪ ধারার বিধান মোতাবেক কার্যক্রম গ্রহনের জন্য রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আবেদন করলে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালত গত ১২ সেপ্টেম্বর এ বিষয়ে সরেজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রদান করেন।
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশ মোতাবেক রাঙ্গামাটি কোতয়ালী থানার পক্ষ থেকে বর্ণিত তফশীল ভূমিতে স্থিতাবস্থাসহ শান্তি শৃংখলা বজায় রাখার জন্য ভূমিতে সকল প্রকার কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে উভয় পক্ষকে নোটিশ প্রদান করা হয়।
সূত্র:- পিটিশন নং -৭৬/২০১৯, তারিখ-১২/০৯/১৯ইং। ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা এবং স্মারক নং -১৮১/আদালত(এডিএম) তাং-১২-০৯১৯ইং।
তিনি বলেন, আমাদের আবেদনের প্রেক্ষিতে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালত এর নির্দেশনা অনুযায়ী সেখানে রাঙ্গামাটি কোতয়ালী থানার পক্ষ থেকে নোটিশ প্রদান করা হলে ও তারা আদালতের নির্দেশ অমান্য করে সেখানে রাতের আধারে নির্মান কাজ অব্যাহত রাখে এবং এখনো জোর করে তারা সেখানে ঘর নির্মান কাজ চালাচ্ছে যা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদশনের সামিল।
এ্যাড.দীপেন দেওয়ান অভিযোগ করে বলেন, এবিষয়ে পদক্ষেপ নিতে আমি পুলিশ সুপার,ওসিসহ উর্ধতন সকলকে জানালে ও তাদের কোন সহায়তা আমি পাইনি।
এ বিষয়ে সুবচার পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সাবেক জেলা জজ এ্যাড.দীপেন দেওয়ান।
জমি দখলের বিষয়ে জানতে চাইলে রাঙ্গামাটি জেলা যুবলীগ নেতা মো: শহীদুল আলম স্বপন বলেন, দীপেন দেওয়ান আমাদের বিরুদ্ধে অভিযোগ এনে যে সংবাদ সম্মেলন করেছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আবু ইসহাক তার নিকট আত্মীয় জমি দখলের সাথে তারা সম্পৃক্ত নয় বলে জানান তিনি।