কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারন সম্পাদক গোলাম রব্বানী অপসারিত

386

ডেক্স রিপোর্ট, পাহাড়ের আলো ডট কম : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারন সম্পাদক গোলাম রব্বানিকে অপসারন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদককে বাদ দিয়ে সেখানে সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ছাত্রলীগ সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে বাদ দিয়ে তাদের জায়গায় সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় এবং যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

শোভন ও রাব্বানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় হাজার কোটি টাকার উন্নয়ন কাজ থেকে কয়েক শতাংশ চাঁদা দাবি করেছেন বলে সম্প্রতি অভিযোগ ওঠে।

এ বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ সেপ্টেম্বর দলের এক সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়ার নির্দেশ দেন বলে খবর প্রকাশিত হয়। এ ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক নিজেদের নির্দোশ দাবী করে বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রাখলে ও তাদের সে চেষ্ট সফল হয়নি। শনিবার গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় নেয়া সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদককে অপসারিত করা হলো।