রাঙ্গামাটিতে জেলা দুর্নীতি দমন কমিশনের অফিস ভবন উদ্বোধন

593

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের নতুন অফিস ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরের তবলছড়ি পোষ্ট অফিস কলোনী এলাকায় রাঙ্গামাটি জেলা দূর্নীতি দমন কমিশন অফিস ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোঃ দিলোয়ার বখত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, রাঙ্গামাটি পুলিশ সুপার মো: আলমগীর কবির, জেলা দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলামসহ সরকারি পদস্থ কর্মকর্তা ও দূর্নীতি দমন কমিশনের কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য, গণপূর্ত বিভাগের অর্থায়নে ২০১৬-২০১৯ অর্থ বছরে ৪৪.৪৬ জমির উপর ৩,৬১,৮০,৪১৭ টাকা ব্যয়ে এ অফিস ভবন নির্মান করা হয়।