আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

281

রাঙ্গামাটি প্রতিনিধি : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রাঙ্গামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত র‌্যালী পরবর্তী আলোচনাসভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ ।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) শারমিন আলম, জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম প্রমূখ।

সভায় জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় পার্বত্য জেলার প্রান্তিক এলাকায় বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীদের সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার দেশের নিরক্ষর জনগোষ্ঠীকে স্বাক্ষরতা দানের লক্ষ্যে সারা দেশের ন্যায় পার্বত্য জেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্প বাস্তবায়ন করে চলেছে।

তিনি আরো বলেন, বিগত এক দশকে সাক্ষরতার হার ২৮ দশমিক ১২ শতাংশ বেশি বৃদ্ধি পেয়ে বর্তমানে ৭৩ দশমিক ৯ শতাংশে উন্নীত হয়েছে। এছাড়া ২০১৬ সালে আমরা প্রথমে প্রাক-প্রাথমিকে ৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের হাতে মাতৃভাষায় বই তুলে দিই।

দিবসটি পালন উপলক্ষে রাঙ্গামাটি পৌরসভা থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে বলে জানা গেছে।