সাপছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্বে রিটন বড়–য়া ও রতন কার্বারী

264

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলে সর্বসম্মতভাবে সাবেক যুবলীগ নেতা ও বর্তমান ইউপি মেম্বার রিটন বড়–য়া সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রতন কার্বারী। শক্রবার রাঙ্গামাটি সদর উপজেলার মানিকছড়িতে সাপছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সাপছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শিমুল চাকমার সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সাপছড়ি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সন্তোষ চাকমা।

সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হৃদয় বিকাশ চাকমা। সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন মনি চাকমাসহ অনান্য নেতৃবৃন্দ।

ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হলেও সকলের সাথে আলোচনা করে ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে ইউনিয়ন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সাপছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের নব নির্বাচিত নেতৃবৃন্দ।