খাগড়াছড়িতে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

323

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষণ কর্মশালায় মা-নবজাতক-শিশু-কিশোরী স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি, যক্ষাসহ জনস্বাস্থ্য বিষয়ক সাংবাদিকতায় করণীয় শীর্ষক বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত কর্মশালায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, নির্বাহী সদস্য চৌধুরী আতাউর রহমান রানা ও নাসরিন গীতি প্রশিক্ষকের বক্তব্য রাখেন। কর্মশালায় খাগড়াছড়িতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করে।