রাজস্থলীতে সেনা-সদস্য হত্যা মামলায় আটক ১

239

রাজস্থলী প্রতিনিধি: রাজস্থলীতে সেনাবাহিনীর সদস্যকে হত্যা মামলায় গত শনিবার রাতে রাজস্থলী বাজার এলাকা হতে ক্যবুচিং মারমা (৩১)কে আটক করেছে ২৩ইষ্ট বেঙ্গল সেনাবাহিনী সদস্যরা ।

রাজস্থলী থানা তদন্ত কর্মকর্তা মো. সৈয়দ ওমর ফারুক ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ক্যবুচিং মারমাকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হস্তান্তর করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) তাকে রাঙ্গামাটি কোর্টে পাঠানো হয়েছে। সেনাবাহিনীর সদস্য হত্যা মামলায় এ পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য গত ১৮ই আগষ্ট রাজস্থলী আর্মি ক্যাম্পের নিয়মিত সেনাবাহিনী টহলের উপর সকাল ১০টায় দিকে পোয়াইতু পাড়া বৌদ্ধ বিহারের দক্ষিণ পাহাড় থেকে সস্ত্রাসীরা অতর্কিত ভাবে গুলি বর্ষন করা হয়েছিল। এঘটনায় গত ২৬ শে আগষ্ট অজ্ঞাত নামা ব্যক্তিদের নামে রাজস্থলী থানা উপ-পরির্দশক মো. এরশাদ মিয়া মামলা দায়ের করেন।