মৎস্যজীবিলীগের উদ্যোগে রাঙ্গামাটিতে জাতীয় শোক দিবস পালন

354

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শুক্রবার বিএফডিসি’র মৎস্য সমিতির কার্যালয়ে রাঙ্গামাটি জেলা মৎস্যজীবিলীগের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কে এম জসিম উদ্দীন (বাবুল)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মমতাজ উদ্দিন, যুব-মহিলালীগের সভাপতি রোকেয়া আক্তার, জেলা স্বেচ্ছাসেবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল করিম, জেলা ছাত্রলীগের ছাত্রসম্পাদক সুজাত, ওলামালীগের সভাপতি ক্বারী ওসমান গনি প্রমূখ।

শোক দিবসের আলোচনাসভায় বক্তারা বলেন, আগস্ট মাস বাঙালি জাতির জীবনে এক কালো অধ্যায়, খুনিরা ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে।

বক্তারা বলেন, যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করেছিল তাদের দোসরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত।এইসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে আওয়ামীলীগের পতাকা তলে এসে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।