নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি : রাঙ্গামাটি পৌরসভা ২০১৯-২০ অর্থবছরের জন্য ১১৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করেছে রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
রবিবার (২৫ আগষ্ট) সকালে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এ বাজেট ঘোষনা করেন তিনি ।
রাঙ্গামাটি পৌরসভা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র সহায়তায় রাঙ্গামাটি সচেতন নাগরিক কমিটি (সনাক) এ উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানের আয়োজন করে।
প্রস্তাবিত বাজেটে সরকার প্রদত্ত উন্নয়ন সহয়তা মঞ্জুরী, রাজস্ব খাতের উন্নয়ন কর্মসূচী এবং বিশেষ প্রকল্প খাতে প্রাপ্তির সম্ভাব্য আয় নির্ধারণ করে এবং পৌর এলাকায় অবকাঠমো উন্নয়নসহ বিভিন্ন খাতের পরিসেবা ব্যয় নির্ধারণ করে ১১৫ কোটি টাকা বরাদ্দ পাওয়ার প্রস্তাব করা হয়েছে।
বাজেট বক্তৃতায় পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী বলেন, পর্যটন শহর রাঙ্গামাটি হবে স্বপ্নের শহর, সকলের শহর। রাঙ্গামাটি শহরকে আধুনিক পৌরসভা ও বাসযোগ্য নগরী হিসেবে পরিণত করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।
যাতে পৌরসভাকে আরো এগিয়ে নেওয়ার লক্ষ্যে পৌর কর্তৃপক্ষ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। শহরের উন্নয়নের দলমত নির্বিশেষে সকলেই এগিয়ে আসার আহবান জানান মেয়র।
বাজেটে পৌরসভার ড্রেনেজ, পৌর বাজারের যানজট নিরসন, রাস্তাঘাট নির্মাণ, পরিবেশ উন্নয়ন, সড়ক বাতি, বর্জ্য অপসারণ, হাটবাজার এবং অবকাঠোমো নির্মাণের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বাজেট বাস্তবায়নে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও কাউন্সিলরসহ সকলের সহযোগিতা কামনা করেন মেয়র।
এসময় উপস্থিত ছিলেন, সনাক সভাপতি অমলেন্দু হাওলাদার, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এ্যাড. মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক শফিউল আজম, সনাক সদস্য এ্যাড. সুষ্মিতা চাকমা, মুজিবুল হক বুলবুলসহ পৌর সভার কাউন্সিলরবৃন্দ, সনাকের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
পৌর মেয়র উক্ত বাজেট সম্পর্কে প্রশ্ন, মতামত ও পরামর্শের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় জবাবদিহিমূলক রাঙ্গামাটি পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।