পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে-হাজী মোঃ মুছা মাতব্বর

463

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর বলেছেন, সকল ধর্মের বাণীই হচ্ছে শান্তির। মানুষে মানুষে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, একে অপরের মঙ্গল কামনা করা এটা ধর্মেরই একটা অংশ। পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সম্প্রদায়ের বসবাস, এখানে যাতে সকলের সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক- সম্প্রীতির বন্ধর অটুট থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, মানুষ যাতে সুন্দর ভাবে জীবন যাপন করতে পারে, সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, নিরাপদে নির্বিঘেœ যার যার ধর্ম পালন করতে সেদিকে লক্ষ্য রেখে সকলকে কাজ করতে হবে।

শুক্রবার (২৩ আগষ্ট) রাঙ্গামাটি শহরের শাহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর এসব কথা বলেন।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুরোহিত কল্যাণ সমিতির সভাপতি নির্মল চক্রবর্তী।

এসময় রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাঈনউদ্দিন চৌধুরী, এনডিসি উত্তম কুমার দাস, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র দে, সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন সহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আদশকে বুকে ধারন করে সুন্দর সমাজ বিনির্মানে সকলকে এগিয়ে আসেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টকে দমন করে সৃষ্টকে পালন করেছিলেন। তেমনি সকল সম্প্রদায়কে এক হয়ে পার্বত্য অঞ্চল থেকে অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির আবির্ভাব ঘটাতে হবে।

আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা তবলছড়ি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় রাঙ্গামাটির বিভিন্ন মন্দিরের প্রতিনিধিসহ সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।