নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির রাজস্থলীতে টহলরত অবস্থায় সেনাবাহিনীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় এবং ঘটনার পরবর্তী গুরুতর আহত সেনা সদস্য মোঃ নাসিম (১৯) এর মৃত্যুর প্রতিবাদে ২০ আগস্ট সকালে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মস‚চীর আয়োজন করা হয়েছে। পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মোঃ খলিলুর রহমান কর্তৃক সংবাদ মাধ্যমে প্রেরিত এক সংবাদ বিবৃতিতে এ কর্মসূচীর কথা জানানো হয়।
উল্লেখ্য গত ১৮ ই আগস্ট রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় টহলরত অবস্থায় সেনাবহিনীর একটি টিমের উপর সন্ত্রাসী হামলা করে সন্ত্রাসীরা। হামলায় গুরুতর আহত সেনাবাহিনীর সদস্যদের চিকিৎসার জন্য নেয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় সেনা সদস্য মোঃ নাসিম (১৯) মৃত্যুবরণ করেন।