নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : রাঙ্গামাটির রাজস্থলীতে টহলরত সেনাসদস্যদের উপর হামলার নিন্দা ও দ্রæত হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবী জানিয়েছেন রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
সোমবার (১৯ আগষ্ট) রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ সংবাদ মাধ্যমকে দেয়া এক বিবৃতিতে বলেন, রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার দুর্গম গাইন্দা ইউনিয়নের পাইতু পাড়ায় রবিবার (১৮ আগষ্ট) টহলরত সেনাসদস্যদের উপর সশস্ত্র সন্ত্রাসী দল হামলা চালায়। এতে কয়েকজন সেনাসদস্য আহত হয় এবং একজন নিহত হয়। উক্ত হামলায় রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে এবং উক্ত হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানান নেতৃবৃন্দ।
রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ বলেন, সেনাবাহিনীর উপর হামলার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার জন্য স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীসহ একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র শুরু করেছে। তারা পার্বত্য চট্টগ্রামের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করে হীন স্বার্থ চরিতার্থ করার স্বপ্ন দেখছে এবং পার্বত্য চট্টগ্রামের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘিœত করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে এ ঘৃন্যতম কাজ করেছে।
রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে যৌথ বাহিনীর কমান্ডিং অপারেশনের মাধ্যমে উক্ত হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান।