রাঙ্গামাটিতে মাদক বিরোধী সচেতনতামুলক ডিজিটাল এলইডি ডিসপ্লের উদ্বোধন

617

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : জেলা প্রশাসন কার্যালয়ে মাদক বিরোধী সচেতনতামুলক ডিজিটাল এলইডি ডিসপ্লে স্থাপন করা হয়েছে। রবিবার (১৮ আগষ্ট) দুপুরে ডিজিটাল কিওস্ক এলইডি ডিসেপ্লের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল হামিদসহ পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল হামিদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী প্রচারণার অংশ হিসেবে রাঙ্গামাটিতে ডিজিটাল ডিসপ্লে স্থাপন করা হয়েছে। এ ছাড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে সচেতনতামুলক বিভিন্ন সভা সেমিনার আলোচনা সভা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন ফেস্টুন ও লিফলেট বিতরণ করা হবে। এ ছাড়া বিভিন্ন স্কুল কলেজে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে ইতিমধ্যে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, বাকী দুইটি ডিসপ্লের মধ্যে একটি জেনারেল হাসপাতালে এবং জনবহুল এলাকায় স্থাপন করা হবে বলে জানান তিনি।