রাঙ্গামাটিতে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

229

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযহা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে। ঈদুল আযহা উপলক্ষে রাঙ্গামাটিতে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে অনেক এলাকয় মাঠের পরিবর্তে মসজিদে মসজিদে ঈদ জামাত অনুষ্টিত হয়েছে।

ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদে। জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ ও পুলিশ সুপার মোঃ আলমগীর কবীরসহ সর্বস্তরের মুস্ল্লীরা ঈদের নামাজ আদায় করেন। এখানে সকাল ৮টায় ও ৯টায় দু’দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও রিজার্ভ বাজার জামে মসজিদ, উন্নয়ন বোর্ড প্রাঙ্গণ, কাঠালতলী জামে মসজিদ, বনরূপা জামে মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।