স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী

280

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : রাঙ্গামাটি লংগদুতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। সোমবার (১২ আগস্ট) সকালে উপজেলার কালাপাকুইজ্যা ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম হাসনা বেগম। হত্যাকান্ডের খবর পেয়ে স্থানীয়রা স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে।

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ নূর জানান, হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনার সাথে জড়িত নিহতের স্বামী নিজাম উদ্দিনকে(৫০) আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।