ডেঙ্গুর প্রকোপ বাড়ছে রাঙ্গামাটিতে

441

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে মরণব্যাধি ডেঙ্গু জরের প্রকোপ দিন দিন বাড়তে শুরু করেছে। বুধবার (৭ আগষ্ট) দুপুর পর্যন্ত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০জন চিকিৎসা নিয়ে ঘরে ফিরে গেছেন বাকি ৯ জন হাসপাতালে ভর্তি রয়েছে। জেলার লংগদু উপজেলায় আক্রান্ত হয়েছেন একজন। গত দুই দিনে ১১জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন ডাক্তার শহীদ তালুকদার জানিয়েছেন, এখন পর্যন্ত মোট ১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এই হাসপাতালে ডেঙ্গু রোগী শনাক্তের জন্য বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের মাধ্যমে সন্দেহজনক রোগীকে পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু শনাক্তের কাজ করছে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
সিভিল সার্জেন আর জানান ডেঙ্গু মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আপদকালীন ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা থেকে প্রতি উপজেলায় ১ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়।

এছাড়া ডেঙ্গু প্রতিরোধে বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।