খেলাধুলা সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ হতে শিক্ষা দেয় – লেঃ কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী

343

লংগদু প্রতিনিধি : রাঙ্গামাটির লংগদু সেনাজোনের উদ্যোগে জোনকাপ ফুটবল প্রতিযোগিতা-২০১৯ এর ফাইনাল খেলায় বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার, লংগদু উপজেলা সদরে শেখ রাসেল স্মৃতি মিনি স্টেডিয়ামে লংগদু ইউনিয়ন বনাম খেদারমারা ইউনিয়নের মধ্যকার লংগদু জোনকাপ ফুটবল প্রতিযোগিতার প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ফাইনাল খেলায় ৩-২ গোলে খেদারমারা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।

খেলায় চারটি করে গোল করে যুগ্নভাবে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় এলপন চাকমা ও রানার্সআপ দলের খেলোয়াড় মোঃ এরশাদ।

লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের খেলোয়াড়দের নিকট মেডেল ও ট্রফি তুলে দেন।

এসময় জোন কমান্ডার বলেন, স¤প্রদায়িক স¤প্রীতি এই মূলমন্ত্র বাস্তবায়ন করার লক্ষে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন আঞ্চলিক কর্মকান্ডের পাশাপাশি খেলাধুলাও নতুন বৈচিত্রের মাত্রাও যোগ করে। খেলাধুলা আমাদের নির্মল আনন্দ দেয় এবং সুস্থ্যমানসিকতা বিকাশে সহায়তা করে। খেলাধুলা আমাদের সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ হতে শিক্ষা দেয় এবং সকলের মধ্যে পারষ্পরিক সহমর্মিতা বাড়ায়। তিনি আরো বলেন সা¤প্রদায়িক স¤প্রতি বৃদ্ধির লক্ষ্যে এই খেলাধুলা আমাদের জীবনে বিশেষ ভূমিকা পালন করে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, ক্যাপ্টেন ইশতিয়াক আহম্মেদ, ওসি সৈয়দ মোহাম্মদ নুর, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, খেদারমারা ইউপি চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ও গন্যমান্য ব্যাক্তিবর্গগন এসময় উপস্থিত ছিলেন।