রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি পার্বত্য জেলায় সাধারন মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করাসহ দূর্যোগময় মুহুর্তে অবদান রাখার পাশাপাশি জেলার শিক্ষা ও বিবিধ কার্যক্রমে গুরুত্বপুর্ন ভূমিকা পালন করায় রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদকে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “স্বপ্নবুনন” এর পক্ষ থেকে “রাঙ্গা-বন্ধু” উপাধি প্রদান করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসককে জানানো এ সম্মানের প্রতি সমর্থন জানিয়ে রাঙ্গামাটির আরো কয়েকটি সামাজিক সংগঠন এর পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সামাজিক সংগঠনগুলো হলো রাঙ্গামাটি বøাড ফোর্স, ওয়ার্ল্ড পিস এন্ড হিউম্যান রাইটস সোসাইটি, হৃদয়ে বাঘাইছড়ি, স্যালভেশন, পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত সামাজিক সংগঠন ঐক্য ফোরাম।
এসময় সংগঠনটির উদ্যোগে ১০ জন শিক্ষার্থীদের প্রযুক্তি বৃত্তি প্রদান করা হয়। যা দিয়ে তারা তিন মাস ব্যাপী বিনামূল্যে কম্পিউটার শিক্ষায় দক্ষতা অর্জন করতে পারবে।
সংগঠনের পাবলিসিটি সেক্রেটারি মুহাম্মদ আলাউদ্দিন এর সঞ্চালনায় স্বপ্নবুননের প্রতিষ্ঠাতা নূর তালুকদার মুন্না’র সভাপতিত্বে আলোচনা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উদ্যোক্তা বাদশা ফয়সাল, পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত সামাজিক সংগঠন ঐক্য ফোরামের প্রতিনিধি অরূপ মুসুৎদ্দি, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বপ্নবুননের আফিয়া, চিনু, নোবেল,ইমন চাকমা, নিজাম উদ্দিনসহ অনান্য সদস্যবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, “আমি আমার দায়িত্ববোধ থেকে দায়িত্ব পালন করে যাচ্ছি জনগণের সেবায়, এভাবেই সেবা করে যেতে যেতে চাই। রাঙ্গামাটিবাসীর পক্ষে স্বপ্নবুনন কর্তৃক আমাকে যে রাঙ্গা-বন্ধু উপাধি প্রদান করা হয়েছে এতে আমার দায়িত্ব আরো বেড়ে গেলো, এর অনুপ্রেরণায় আমি রাঙ্গামাটিবাসীর সেবায় আমার সর্বোচ্চটুকু প্রদান করব।