কাপ্তাই প্রেস ক্লাবের সাথে ওসির মতবিনিময়

304

কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাই থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাছির উদ্দিনের সাথে কাপ্তাই প্রেস ক্লাবের মত বনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু, সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ফটো সাংবাদিক রিপন মারমা এবং সাংবাদিক মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

এ সময় কাপ্তাই থানার অফিসার ইনচার্জ কাপ্তাই উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন। কাপ্তাই উপজেলার জনগনের পাশে থাকার থাকার আহবান জানিয়ে তিনি বলেন, কাপ্তাই উপজেলার যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় সকলকে একসাথে নিয়েই কাজ করতে হবে। এজন্য তিনি সাংবাদিকসহ সকলের সহায়তা কামনা করেন।