নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : মানসম্মত শিক্ষা এবং ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ করলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।
রবিবার (৪ আগষ্ট) সকলে রাঙ্গামাটির পাবলিক কলেজ ও রাঙ্গামাটি বি এম ইনিস্টিটিউটে গিয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সচেতনতা ও প্রতিরোধে করণীয় সর্ম্পকে লিফলেট বিতরণ করেন।
এসময় রাঙ্গামাটি পাবলিক কলেজে অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, রাঙ্গামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান মোঃ কাজী নজরুল ইসলামসহ কলেজের শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, ম্যালেরিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে।
তিনি বলেন, ম্যালেরিয়া ও ডেঙ্গু এবং মশার বংশ বিস্তার রোধে বাড়ি, কর্মস্থল ও আশেপাশের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়িতে জমে থাকা পাত্রে বা জায়গায় জমে থাকা পানি ফেলে দিতে হবে। রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করতে হবে বলে পরামর্শ প্রদান করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক।