নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : পার্বত্য চট্টগ্রামে সরকারের পক্ষ থেকে ব্যাপকভাবে বনায়ন করার পরিকল্পনা থাকলে ও বাধার কারণে পার্বত্যাঞ্চলে বনায়ন করা সম্ভব হচ্ছেনা এবং অপরাজনীতির কারণে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রাক্তণ প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি।
সোমবার রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে জেলা প্রশাসনের সহায়তায় ও বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এসব কথা বলেন।
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক এস এম সফি কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রনব ভট্টাচার্য্য, রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসনে চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম।
দীপংকর তালুকদার এমপি আরো বলেন, আঞ্চলিক রাজনৈতিক ইস্যু কারণে পাহাড়ে বনায়ন প্রকল্প আগ্রসর করা যাচ্ছেনা। সাধারণ মানুষকে অবৈধ অস্ত্রের মুখে জিম্মি করে সশস্ত্র সন্ত্রাসীরা বন উজাড়ের উৎসবে মেতেছে। তাই পার্বত্যাঞ্চলের সংরক্ষিত বনাঞ্চল আজ হুমকির মুখে। পাহাড়ও হারিয়েছে পরিবেশের ভারসাম্য। তাই পার্বত্য চট্টগ্রামে
এসব অপকর্ম বন্ধে জনসচেতনতা বৃদ্ধি করাসহ, বৃক্ষ নিধন বন্ধ করে নতুন ভাবে বনায়ন সৃষ্টির জন্য তিনি সকলকে আহবান জানান। এ সময় বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষি কর্মকর্তা, সাংবাদিক, সহ স্কুল-কলেজর শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ চারা বিতরণ শেষে বৃক্ষ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন । এবার রাঙ্গামাটি বৃক্ষ মেলায় ৩৫টি স্টল বসেছে।
রাঙ্গামাটিতে সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলা উপলক্ষে এর আগে জেলা প্রশাসক কার্যালয় থেকে বণার্ঢ্য র্যালী বের করা হয়।