বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ মর্যাদা নিয়ে টিকে আছে- মহিলা আওয়ামীলীগ

312

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ আজ মর্যাদা নিয়ে মাথা উঁচু করে টিকে আছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সোমবার (১৫ জুলাই) সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে মহিলা আওয়ামীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

রাঙ্গামাটি জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি ফিরোজা বেগম চিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা আ’লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব সাফিয়া খাতুন।

অনুষ্ঠানে বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদিকা দিলরুবা জামান শেলি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা তাহমিনা খানম, সমবায় বিষয়ক সম্পাদিকা দিলারা মোস্তফা, সদস্য সাহানাজ হাবিব, সদস্য কনা জব্বার প্রমুখসহ জেলা-উপজেলা মহিলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে আমাদের নেতা-কর্মীদের নানা রকম সংগ্রাম, চ্যালেঞ্জ মোকাবেলা করে রাজনীতি করে। সকল বাধাকে অতিক্রম করে যেভাবে পার্বত্য চট্টগ্রামসহ সারা বাংলাদেশে মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে তা অব্যাহত রাখতে সংগঠনকে আরো শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।