দূর্গত মানুষের সহায়তায় সেনাবাহিনী কাজ করে যাবে – মেজর জাহিদুল ইসলাম

675

বান্দরবান প্রতিনিধি : প্রবল বর্ষণে বান্দরবানে বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকা থেকে আশ্রয় নেয়া বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করেছে ২৬বীর বান্দরবান সেনা জোন। গতকাল দুপুরে বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে এই খাবার বিতরণ করা হয়।

এসময় ২৬ বীর বান্দরবান সেনা জোনের মেজর জাহিদুল ইসলাম পিএসসি উপস্থিত থেকে বন্যাকবলিত বিভিন্ন অসহায় পরিবারের সদস্যদের মধ্যে এই খাবার বিতরণ করেন। খাবার বিতরণের এই কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, ২৬ বীরের ক্যাপ্টেন নাঈম পারভেজ, ওয়ারেন্ট অফিসার সাদিকুর রহমানসহ সেনাজোনের বিভিন পদ মর্যাদার কর্মকর্তারা।

এসময় বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় কবলিতবিভিন্ন এলাকা থেকে আশ্রয় নেয়া প্রায় ১৭০ জনের মাঝে খিচুড়ি ও ডিম বিতরণ করা হয়।

২৬ বীর বান্দরবান সেনা জোন এর মেজর জাহিদুল ইসলাম জানান, বন্যায় কবলিত দুর্গত মানুষের সহায়তায় সেনাবাহিনীর সদস্যরা কাজ করে যাবে এবং আগামীতে ও এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।