টানা বর্ষণে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ

319

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে টানা বষর্ণে স্থবির হয়ে পরেছে জনজীবন। চারদিনের টানা বর্ষনে বর্ষণের কারণে খাগড়াছড়ির চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পেয়েছে প্লাবিত হয়েছে জেলা নদী তীরবর্তী নি¤œাঞ্চল। এ ছাড়া বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আজও পৌর শহরের শালবাগান এলাকায় পাহাড় ধসে বেশ কিছু বসতবাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন হতাহত হয়নি। প্রবল বর্ষণে জেলার চেঙ্গি, মাইনি ফেনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কায় রয়েছে নদীর তীরবর্তী নি¤œাঞ্চলে বসবাসকারীরা। তলিয়ে গেছে জেলা সদরের মুসলিমপাড়া, গঞ্জপাড়া ও বাঙালকাঠি এলাকার নিন্মাঞ্চল।

ইতিমধ্যে পানি বন্দী হয়ে পড়েছে প্রায় শতাধিক পরিবার। এসব এলাকার অনেকেই চলে গেছেন আশ্রয়কেন্দ্রে। এ ছাড়া অতি বর্ষনের মহালছড়িতে সড়ক পানির নীচে তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পানির নীচে তলিয়ে মহালছড়ি সরকারী কলেজও।
এছাড়া পাহাড়ে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং অব্যাহত রেখেছে পৌর প্রশাসন। জেলা শহরের বিভিন্ন ঝুকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তারা। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র। এদিকে অতিবৃষ্টিতে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় বিকালে জরুরী সভা করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।

বিকেলে জেলা শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রসহ অন্যান্য আশ্রয়কেন্দ্রগুলো পরিদশর্ন করেছেন জেলা প্রশাসক। এসময় দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন তিনি।
জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম জানান, দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। পুরো জেলায় খোলা হয়েছে ৪৫টি আশ্রয়কেন্দ্র।