নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি : রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক মোঃ জানে আলম হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাতটার সময় শারিরীক অসুস্থতা দেখা দিলে তাকে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সকালে মৃত্যু বরণ করেন জানে আলম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভূগছিলেন বলে জানা গেছে।বৃহস্পতিবার যোহর নামাজের শেষে লংগদু উপজেলা পরিষদ মাঠে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মাইনীমুখ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে মেয়েসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তণ প্রতিমন্ত্রী, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়া রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি পৌরসভা মেয়র ও জেলা যুবলীগের সভাপতি মোঃ আকবর হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমীকলীগ, মহিলা অওয়ামীলীগ সহ জেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ ছাড়া আওয়ামীলীগের এই নেতার অকাল মৃত্যুতে লংগদু উপজেলা আওয়ামীলীগ/সহযোগি সংগঠন সহ বিএনপি ও বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, উপজেলা প্রশাসন, বিভিন্ন, জনপ্রতিনিধি, শুভাকাঙ্খীগন শোক জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।