জেলা পরিষদ সদস্য জানে আলমের অকাল মৃত্যুতে পিবিসিপি’র শোক

336

রাঙামাটি জেলা পরিষদ এর সদস্য ও লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানে আলম এর অকাল মৃত্যুতে পিবিসিপি রাঙ্গামাটি জেলা শাখা গভীরভাবে শোক প্রকাশ করেছে।

রাঙামাটি জেলা পরিষদ এর সদস্য মোঃ জানে আলমের অকাল মৃত্যুতে পিবিসিপি জেলা সভাপতি ও সম্পাদক এক প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করে।এতে পিবিসিপি রাঙ্গামাটি জেলা সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, “কার মৃত্যু কখন হয় তা আল্লাহ তায়ালাই ভালো জানেন, তবে জেলা পরিষদ সদস্য জানে আলমের মৃত্যু আমাদের হৃদয়কে নাড়া দিয়ে যায়, পাহাড়ী বাঙ্গালী ঐক্যের ক্ষেত্রে তার ভুমিকার কথা পার্বত্যবাসী ভুলবে না”।

পিবিসিপি জেলা সম্পাদক আব্দুল মান্নান বলেন “আমরা জানে আলমের মৃত্যুতে লংগদু উপজেলা তথা রাঙ্গামাটি জেলার এক তরুণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালাম”। ॥ প্রেস বিজ্ঞপ্তি ॥