বিলাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেছেন, দূর্গম পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় বাগানচাষীরা এখন বিভিন্ন প্রজাতির গাছের বাগান করে লাভবান হচ্ছে।
বৃহস্পতিবার (৪জুলাই) সকালে বিলাইছড়ি উপজেলা লঞ্চঘাঠে ৪টি ইউনিয়নের বাগানচাষী পরিবারদের হাতে মাঝে বিনামূল্যে চারা বিতরণকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া সকলের উদ্দেশ্যে এসব কথা বলেন।
চারা বিতরনী অনুষ্ঠানে বিলাইছড়ি ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম শাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী, প্রহর কান্তি চাকমা, অরুন দাশ, ১১৩ নং বল্লালছড়া মৌজার হেডম্যান তরুন কান্তি তংচঙ্গ্যা, ১নং বিলাইছড়ি ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি অমর কুমার তংচঙ্গ্যা, ভদ্রসেন চাকমা’সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
রেমলিয়ানা পাংখোয়া আরো বলেন, পার্বত্য জেলার আম-লিচু-আনারস, কাঠাল’সহ বিভিন্ন মৌসুমী ফল বর্তমানে জেলার চাহিদা মিটিয়ে বাইরের জেলাতে বাজারজাত হচ্ছে। এখানকার উৎপাদিত ফল ফরমালিন মুক্ত হওয়ায় চাহিদা রয়েছে অনেক। তাই সকলকে বৃক্ষ রোপণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।
জেলা-শহর-গ্রামকে সবুজে পরিণত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার প্রত্যয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক দূর্গম বিলাইছড়ি উপজেলার ৪টি ইউনিয়নের ৭২টি বাগানচাষী পরিবারদের মাঝে ৫০টি করে ফলজ (আম ও লিচু) চারা বিনামূল্যে বিতরণ করেন অতিথিবৃন্দ।