বান্দরবান প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈ সিং এমপি বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারনে পার্বত্য চট্টগ্রামে ও শিক্ষার মান উন্নয়নের কাজ অনেক এগিয়ে গেছে।
বুধবার সকালে বান্দরবান সদরের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী মোঃ শামীম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর আবুল খায়ের আবু, মোহাম্মদ আলী, বজলুল করিম চৌধুরী কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা রেজাউল করিম চৌধুরী, সভাপতি সুচিত্রা তঞ্চঙ্গ্যা, প্রধান শিক্ষক শিবু কুমার ধর, সহকারি শিক্ষক মোঃ ইউছুপ আলীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রতি যথেষ্ট আন্তরিক বলেই শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রেই আমরা উন্নয়নের ক্ষেত্রে সমান সহযোগিতা পাচ্ছি। তাই বর্তমান সরকারের এ চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারকে সহযোগিতা করতে সকলকে একসাথে কাজ করতে হবে।