ওয়ার্ল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটি রাঙ্গামাটির উদ্যোগে গুণীজন সংবর্ধনা

448

নিজস্ব প্রতিবেদক – রাঙ্গামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী বলেছেন, গুণীজনকে সম্মান জানালে সম্মান বাড়ে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা মানুষগুলোকে সম্মান জানানোর মধ্য দিয়ে তাদের ভালো কাজগুলোর যেমন মূল্যায়ন হয়, তেমনি গুণিজনের উপদেশ নিয়ে দেশ ও জনগনের কল্যাণে কাজ করতে অনেক সহযোগিতা পাওয়া যায়।

রবিবার(২৩জুন) বিকেলে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটি রাঙ্গামাটি জেলা শাখার ১ম বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনটির উদ্যোগে আয়োজিত গুণিজন সংবর্ধনা,স্মরণিকা প্রকাশ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী এসব কথা বলেন।

ওয়ার্ল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি অরুপ মুৎসুদ্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ার্ল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটি কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রকাশনা সচিব নাসির উদ্দিন বুলবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ একেএম মকছুদ আহমদ, সাংবাদিক সুনীল কান্তি দে, সুর নিকেতনের পরিচালক ওস্তাদ মনোজ বাহাদুর গুর্খা।

সম্মাননা প্রাপ্তদের মধ্য থেকে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোঃ কাজল,ব্যবসায়ী মৃদুল কান্তি দে,বালুখালী ইউনিয়ন চেয়ারম্যান বিজয় গিরি চাকমা, শিক্ষিকা পূর্ণিমা বড়–য়া প্রমূখ।

প্রধান অতিথি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সংকটময় মুহুর্তে রাঙ্গামাটিতে ওয়ার্ল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটি সামাজিকভাবে যেসব কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। তাদের ভবিষ্যৎ কর্মকান্ডে সহযোগিতার আশ্বাস প্রদান করেন পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান বলেন, পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের মধ্যে যাতে সম্প্রীতি বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং এখানে যেন মানবাধিকার রক্ষা হয় সেদিকে নজর রাখতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমদ বলেন,বর্তমানে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার বলতে কিছু নেই, পাহাড়ে মানবাধিকার আজ ভূলন্ঠিত, এখানে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্গন করা হচ্ছে। পাহাড়ের মানুষ এখনো শান্তিতে নেই। তাই পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের মানুষের মানবাধিকার রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা সকলে মিলে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার বাস্তবায়নসহ বিভিন্ন দাবী নিয়ে যেভাবে সো”্চার ছিলাম এখনো আছি । স্বাধীনতার পর থেকে অদ্যাবদি পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পরিস্থিতি আগের চেয়ে সামান্য উন্নতি হলে ও তা যাতে আরো এগিয়ে যায় সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ওয়ার্ল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটি রাঙ্গামাটি জেলা শাখার বিভিন্ন সামাজিক কর্মকান্ডের প্রশংসা করেন এবং তা অব্যাহত রাখার আহবান জানান।

ওয়ার্ল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটি রাঙ্গামাটি জেলা শাখার ১ম বর্ষপূর্তি উপলক্ষে এবার বিভিন্ন ক্যাটাগরিতে ৯জনকে সম্মাননা প্রদান করা হয়। আলোচনাসভা শেষে রাঙ্গামাটি সুর নিকেতন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।