আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবসে রাঙ্গামাটিতে র‌্যালি ও আলোচনা সভা

244

নিজস্ব প্রতিবেদক – ‘অ্যাচিভিং দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস থ্রো ইফেকটিভ ডেলিভারি অব সার্ভিসেস, ইনোভেটিভ ট্রান্সফরমেশন অ্যান্ড অ্যাকাউন্টেবল ইনস্টিটিউশনস’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।

রোববার (২৩ জুন) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দীন চৌধুরী, কৃষি বিভাগের উপ-পরিচালক পবন কুমার চাকমা, জেলা শিক্ষা অফিসার উওম খীসা, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দেসহ বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, সরকারি সেবা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দেয়াসহ সরকার গৃহীত উন্নয়ন প্রকল্প সমূহের সুষ্ঠু বাস্তবায়নে দক্ষ, গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক জনপ্রশাসনের ভূমিকা অপরিহার্য। রূপকল্প ২০২১ বাস্তবায়নের পথ ধরে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার দ্বারপ্রান্তে।

সরকার রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে দেশকে আধুনিক ও উন্নত রাষ্ট্র এবং স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে দেশকে সমৃদ্ধির শিখরে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সৎ, দক্ষ, মেধাবী ও প্রতিশ্রুতিশীল আমরা যারা সিভিল সার্ভেন্ট আছি আমাদের মুখ্য ভূমিকা পালন করতে হবে।

এর আগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।