খাগড়াছড়িতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

299

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার (২২ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে ‘এ’ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

খাগড়াছড়ি সদরে কমলছড়ি হ্যাডম্যান পাড়া কমিউনিটি ক্লিনিকে জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে সহকারী সচিব আব্দুল মান্নান, চট্টগ্রাম নাসিং এর সহকারী পরিচালক ফাতেমা বেগম, জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন, পৌরসভা মেয়র রফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম উপস্থিত ছিলেন।

এতে প্রধান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বক্তব্য বলেন, বর্তমান সরকার দুর্গম পাহাড়ী এলাকায় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন কার্যক্রম সফলভাবে কাজ করার শিশুদের রাতকানা, অপুষ্টি শিশু সংখ্যা কমে গেছে। শিশুদের সুস্থ্য সবল গড়ে তোলার জন্য প্রত্যন্ত পাহাড়ী দূর্গম এলাকায় কমিউনিটি ক্লিনিক সেন্টারে স্থাপন করেছেন। শহর ও গ্রামের প্রত্যন্ত এলাকায় শিশুদের জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

খাগড়াছড়ি সর্বমোট ১০১০ টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ১২ হাজার ৭ শত ৬৩ জন ও ১২-৫৯ মাস বয়সী ৮৭ হাজার ১ শত ৭৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো দুর্গম পাহাড়ী এলাকায় ক্যাম্পেইন সফল করার জন্য পরবর্তী চার দিন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।