বান্দরবান প্রতিনিধি – বান্দরবানের লামা উপজেলার আজিজনগর গজালিয়া সড়ক সংলগ্ন ছবি ঘর সিনেমা হলের পূর্ব পাশে মামুনের কুলিং কর্ণারের সামনে থেকে ৪০ পিছ ইয়াবাসহ ১৬/০৬/২০১৯ ইং তারিখ রাত আনুমানিক ১২.৫০ ঘটিকার সময় মোঃ মোস্তফা কামাল, পিতাঃ আলা উদ্দিন হোসেন কে আটক করেছে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ হুমায়ন কবির।
মোটর সাইকেল করে দ্রæত চলে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে মটর সাইকেলের গতিরোধ করে তাকে তল্লাশী করে তার পকেট থেকে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আসামী মোস্তফাকে ইয়াবাসহ লামা থানায় সোপর্দ করা হয়। তাহার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলা রুজু করা হয়। লামা থানার মামলা নং- ৯, তারিখ ঃ ১৭/০৬/২০১৯ ইং।
আটককৃত আসামী মোস্তফা কামালের বাড়ি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ইছাছড়ি গ্রামে। আটককৃত আসামী মোস্তফা কামাল তার শাশুরালয়ে বসবাস করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা নাহা রাজু বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু হইয়াছে।