পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বোর্ডসভা অনুষ্ঠিত

447

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি – পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ‘পরিচালনা বোর্ড’ এর ২০১৮-১৯ অর্থ বছরের ৪র্থ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে রাঙ্গামাটিস্থ বোর্ডের প্রধান কার্যালয়ের বোডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান শাহীনুল ইসলাম (যুগ্ম-সচিব),সদস্য সচিব ও প্রশাসন আশীস কুমার বড়–য়া,সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি বড়–য়া, সদস্য-বাস্তবায়ন জনাব মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি মিজ তাসনিম জেবিন বিনতে শেখ(সিনিয়র সহকারী সচিব), বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি সদস্য জনাব সিংইয়ং ¤্রাে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি জনাব স্মৃতি বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি নির্বাহী কর্মকর্তা জনাব টিটন খীসা, বোর্ডের নির্বাহী প্রকৌশলীগণ এবং উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগান ব্যবস্থাপনা কমিটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) জনাব পিন্টু চাকমা এবং বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আলোচ্য বিষয় ছিল গত ২৫ ফেব্রæয়ারী ২০১৯ তারিখে অনুষ্ঠিত পরিচালনা বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা, ২০১৮-১৯ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের মে ২০১৯ পর্যন্ত সময়ের অগ্রগতি পর্যালোচনা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী চাকুরী প্রবিধানমালা ২০১৮ (খসড়া) অনুমোদনকরণ এবং বিবিধ আলোচনা।

বোর্ড সভায় সভাপতি উপস্থিত সদস্য জেলা পরিষদ প্রতিনিধিগণকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত কাজ পরিদর্শন করার জন্য আহবান জানান। তিনি ২০১৮-১৯ অর্থ বছরে বাস্তবায়িত সকল কাজ ৩০ জুন ২০১৯ তারিখের এর মধ্যে সম্পন্ন করার জন্য বোর্ডের সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। তিনি বোর্ড কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজের শৈল্পিক রুপ যেন প্রতিফলিত হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য বোর্ডের নির্বাহী প্রকৌশলীদের পরামর্শ দেন।

সভায় বোর্ডের নির্বাহী প্রকৌশলীগণ ২০১৮-১৯ অর্থ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থান করেন। এছাড়াও সোলার প্যানেল প্রকল্প, উন্নত জাতের বাঁশ উৎপাদন প্রকল্প, গাভী বিতরণ প্রকল্প, মসলা চাষ প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প সহ তিন পার্বত্য জেলায় গ্রামীণ সড়ক ও পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ সংশ্লিষ্ট প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সভায় হালনাগাদ অগ্রগতি উপস্থাপন করেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান উন্নয়ন বোর্ডের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন মর্মে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বোর্ডকে অবহিত করেন।

বান্দরবান জেলা পরিষদের প্রতিনিধি সিংইয়ং ¤্রাে জানান তিনি ও উন্নয়ন বোর্ডের কার্যক্রম পরিদশন করেছেন। এছাড়া সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও মুজিব বর্ষ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বোর্ডের গৃহীত বিভিন্ন কর্ম-পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।