রাঙ্গামাটিতে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

265
dig

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – রাঙ্গামাটিতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শফি কামালের সভাপতিত্বে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানে জেলা প্রশাসনের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপসচিব আরিফুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলাম এডিসি, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি’র শারমিন আকতার, সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জমান রোমান, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
সেমিনারে বক্তারা বলেন, বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনার বিকল্প নাই। সরকার চাকরির জন্য বিদেশ গমনকারীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। জনশক্তিকে আরও দক্ষ করে গড়ে তোলা সম্ভব হলে বৈদেশিক মুদ্রা আরও অধিক অর্জিত হবে। তাই বিদেশ গমনেচ্ছুদের প্রতারণা ও দুর্ভোগ লাঘবে অবৈধভাবে বিদেশে যাওয়ার ব্যাপারে গণসচেতনতা গড়ে তুলতে হবে।

এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।