বান্দরবান প্রতিনিধি – কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি এবং বিচারপতি শামসুউদ্দিন মানিক কর্তৃক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার সময় ভাংচুর ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো.ওসমান গণি, ছাত্রদল নেতা মো: হেলাল, আকবর ও হোসেনকে আটক করেছে পুলিশ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৫ জুন) বিকেলে জেলা শহরের চৌধুরী মার্কেটস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের অভিমুখে যেতে চাইলে পুলিশের বাধায় তা ছত্রভঙ্গ হয়ে যায়, এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণি, এসময় পুলিশ ওসমান গণিসহ ৪ জন নেতাকে আটক করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, বিক্ষোভ মিছিল করার সময় ভাংচুর ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে বিএনপির চার নেতাকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।