লংগদু প্রতিনিধি – পারিবারিক কলহের জের ধরে রাঙ্গামাটির লংগদুতে জামেলা বেগম (৪০) নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৪জুন) বিকাল তিনটার সময় উপজেলার বগাচত্তর ইউনিয়নের বৈরাগী বাজার এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্র জানা, উপজেলার বৈরাগী বাজার বাসিন্দা স্বামী মো: জামাল উদ্দিন ও তার স্ত্রী জামেলা বেগম এর মধ্যে কয়েকদিন ধরে মনোমালিন্য চলছিল। এনিয়ে শুক্রবার সকালে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।
এ বিষয় নিয়ে পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে রাগ করে জামেলা বেগম নিজ বাড়িতেই গোপনে বিষপান করে আত্মহত্যা করে। তার পরিবারের লোকজন টের পেয়ে তাকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় স্বামী মোঃ জামাল উদ্দিন পলাতক রয়েছে।
এবিষয়ে লংগদু থানা অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত বলেন, “পারিবারিক কলহের জের ধরে এক মহিলার আত্মহত্যার খবর শুনেছি , এ ব্যাপারে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।