বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনে অর্থ বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

529

ডেস্ক রিপোর্ট পাহাড়ের আলো ডট কম – আগামী অর্থবছরে দেশব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করা হবে এবং বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনের জন্য আগামী অর্থবছরে পর্যাপ্ত অর্থ বরাদ্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে এ কথা জানিয়ে অর্থমন্ত্রী আরো বলেন, সকল স্তরের জনগণকে সাথে নিয়ে দেশে-বিদেশে উৎসবের আঙ্গিকে এটি উদযাপন করার ব্যাপক প্রস্তুতি চলছে।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার ব্যাবস্থার আধুনিকায়ন ,ডিজিটালাইজেশন ও অটোমেশনের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও দেশব্যাপী ডিজিটাল সম্প্রচার প্রবর্তন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এর আগে বাজেট বক্তৃতার শুরুতই তিনি বলেন, ‘ আমাদের মহান স্বাধীনতার ৫০ বছর ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন আজ আমাদের দ্বারপ্রান্তে, যা আমাদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক দুর্লভ মুহুর্ত । ’

এসময় তিনি বঙ্গবন্ধু, পনেরই আগস্টের শহীদ ও জেলখানায় নিহত শহীদ জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীকে ইতিমধ্যে মুজিব বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে।