নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি – রাঙ্গামাটি শহরের মহিলা কলেজ এলাকায় মাটি চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলামকে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিবার্হী প্রকৌশলী গণপূর্ত বিভাগ ও নিবার্হী প্রকৌশলী রাঙ্গামাটি পৌরসভা।
এঘটনায় রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এক প্রতিক্রিয়ায় বলেন, বাড়ির মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তাদের কাউকে ছাড় দেয়া হবে না।
ঘটনার পর জেলা প্রশাসক রাঙ্গামাটি মহিলা কলেজ এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে ওই বাড়িতে বসবাসরত ৩টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন এবং ওই বাড়ির মালিক পারভিন আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার নিদের্শ প্রদান করেন জেলা প্রশাসক।
এদিকে নিহতদের প্রতি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ২জুন রাঙ্গামাটি শহরের মহিলা কলেজ এলাকায় ভবন নির্মাণের জন্য অপরিকল্পিত ভাবে মাটি কাটতে গিয়ে মাটি চাপা পড়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।