নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি – রাঙ্গামাটি শহরের প্রায় ৬শ’ গরিব অসহায়দের মধ্যে মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে হতদরিদ্রদের মধ্যে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
হতদরিদ্রদের জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের একান্ত ব্যক্তিগত ইচ্ছায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে এধরনের আয়োজনে অনেক খুশি সাহায্য নিতে আসা সাধারন মানুষ। তারা অনেকে বলেন, এধরনের সাহায্য অতীতে কখনো করা হয়নি, এবার ঈদ উৎসবে এ সহায়তা ভিন্ন মাত্রা যোগ করেছে বলে অনেকে মন্তব্য করেছেন।
ঈদ সামগ্রী বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ নজরুল ইসলাম,এনডিসি উত্তম দাশ ,প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, কাউন্সিলর করিম আকবরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল, সেমাই,চিনি,গুড়া দুধসহ অন্যান্য খাবার জিনিস পত্র। এসময় ঈদ সামগ্রী পেয়ে অনেকে উচ্ছে¡সিত হয়ে জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।
কলেজ গেট এলাকা থেকে আসা মরিয়ম বেগম বলেন, আগে আমাগোরে ১/২ শ টাকা করে দিত, আজকে কাপড় ছাড়া ঈদের সব জিনিস পাইছি আল্লাহ ডিসি সাহেবকে ভালো রাখুক।
রিজার্ভ বাজার থেকে আসা ৬০ বছর বয়সী কলসুম বেগম জেলা প্রশাসকের সহায়তা প্রদান করায় বলেন, কয়েক জায়গায় এরা শুধু ৫০/১শ টাকা দিছে।
জেলা প্রশাসক হিসেবে রাঙ্গামাটিতে যোগদানের পর থেকে একেএম মামুনুর রশীদ প্রতি সপ্তাহে গণশুনানীর মাধ্যম শিক্ষা, স্বাস্থ্যসহ নানা সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছেন, পাশাপাশি দুর্গম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে বর্তমান জেলা প্রশাসকের জনমূখী এ কাজে অনেকে তার প্রশংসা করেছেন।